Forum Bitofy   →   News and Information   →   Announcements   →   "শেষ ট্রেনের অপেক্ষায়”

"শেষ ট্রেনের অপেক্ষায়”

Started by SAYEED May 08th, 2025 at 00:19
hasan1991
Content Creator ⭐
Posts: 2
Received: $0
Balance: $0.025
Referrals: 1
Aug 13th, 2025 at 22:55
Sabbir440 wrote:
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...

...
hasan1991
Content Creator ⭐
Posts: 2
Received: $0
Balance: $0.025
Referrals: 1
Aug 13th, 2025 at 22:55
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...
Joy1980
Free
Posts: 1
Aug 15th, 2025 at 22:00
hasan1991 wrote:
Sabbir440 wrote:
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...

...
...
Hasan3210
Content Creator ⭐
Posts: 5
Aug 17th, 2025 at 18:09
hasan1991 wrote:
Sabbir440 wrote:
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...

...
...
borhan1645
Free
Posts: 1
Aug 21st, 2025 at 11:44
অপক্ষের প্রহর শেষ হবে । কোনো এক সময় ?
Ashrafm001
Free
Posts: 1
Sep 02nd, 2025 at 01:54
Sabbir440 wrote:
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...

...
bablu75
Free
Posts: 1
Sep 04th, 2025 at 15:10
julkornine65 wrote:
SAYEED wrote:

"শেষ ট্রেনের অপেক্ষায়”

 

রাত্রি ১০টা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবার বাড়ি ফেরার তাড়া, কিন্তু একটা মেয়ের চোখ শুধু একদিকে চেয়ে—লাইন বরাবর। নাম তার ঈরা

প্রতিদিন এই সময়ে সে আসে, বসে থাকে। ট্রেন আসে, যায়—কিন্তু সে কারো জন্য অপেক্ষা করে।

একদিন প্ল্যাটফর্মে কাজ করা একজন কুলি জিজ্ঞেস করল,
“আপনি কাকের জন্য প্রতিদিন অপেক্ষা করেন?”

ঈরা মুচকি হেসে বলল,
“অভির জন্য। সে ফিরবে—এই শেষ ট্রেনেই।”

ছয় বছর আগে অভি আর ঈরার প্রেম শুরু হয় এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একদিন অভি চাকরির খোঁজে অন্য শহরে গেল, বলেছিল—“ফিরবো, শেষ ট্রেনেই ফিরবো।”

লোকে বলে অভি আর ফিরবে না। কিন্তু ঈরা জানে, প্রেম মানে প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানে অপেক্ষা।

আর সেদিন—ঠিক রাত ১০:৪৫-এ—একটা পুরনো ব্যাগ হাতে অভি প্ল্যাটফর্মে নামল।

চোখে জল নিয়ে বলল,
“তুই আসবি জানতাম... তাই ফিরলাম।”

...

...