Forum Bitofy   →   News and Information   →   Announcements   →   আপনি কি কখনো ভেবেছেন

আপনি কি কখনো ভেবেছেন

Started by fayzan4u Jul 09th, 2025 at 12:32
fayzan4u
Free
Posts: 1
Jul 09th, 2025 at 12:32
আপনি কি কখনো ভেবেছেন, 🥹 এই যে এত কোর্স, এত বই, এত পডকাস্ট- এসবের ভেতরে আসল শেখাটা কোথায় লুকিয়ে আছে? আপনি হয়তো ভাবছেন, “একটা Udemy কোর্স শেষ করলেই, জীবন চেঞ্জ হয়ে যাবে!” অথবা “বিল গেটসের রিকমেন্ড করা বইটা পড়লেই, আমি নিশ্চিত সাকসেস!” কিন্ত বাস্তবতা? এত সহজ হলে তো সবাই Elon Musk হয়ে যেত, তাই না? একটা গল্প বলি। রাত ২টা। বাইরে বৃষ্টি পড়ছে, আপনি ঘুমাতে পারছেন না। হাতে ফোন, YouTube-এ “How to start a business with zero money” টাইপ ভিডিও দেখছেন। ভিডিওতে বলছে, “Just believe in yourself, Success will follow!” আপনি মনে মনে ভাবছেন, “ভাই, বিশ্বাস তো আছেই, কিন্তু টাকা নাই, আইডিয়া নাই, আর ঘুমও নাই!” এটাই আসল লাইফ। কেউ বলে না, যখন প্রথম ক্লায়েন্টের টাকা আটকে যায়, তখন কেমন লাগে। কেউ শেখায় না, যখন নিজের বানানো ওয়েবসাইটে প্রথম বাগ ধরে, তখন কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়। এগুলো কোনো কোর্সে নেই, কোনো বইতেও নেই, পডকাস্টে তো আরও নেই! একটা Real Example দেই- Pathao-এর শুরুতে, তাদের ফাউন্ডাররা নিজেরাই রাস্তায় নেমে বাইক চালাতেন। কোনো fancy MBA ডিগ্রি ছিল না, কোনো “How to build a unicorn” বই পড়েননি। তারা শিখেছেন, কখনো পুলিশের ধরা খেয়ে, কখনো কাস্টমার কমপ্লেইনে পড়ে, কখনো ড্রাইভারদের সমস্যা শুনে। এই যে “Messy Real Life” এটাই আসল ট্রেনিং গ্রাউন্ড। ভারতের Zomato-এর Deepinder Goyal, প্রথমে রেস্টুরেন্টের মেনু স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড দিতেন। কোথাও লেখা ছিল না, “Menu upload করার সময় কিভাবে ফুড পয়জনিং এড়াবেন!” তবুও, সেই ঝামেলা, সেই রাত জেগে কাজ করা, সেই ভুল থেকে শিখেই Zomato আজ কোটি কোটি মানুষের ফুড হ্যাবিট বদলে দিয়েছে। Stanford-এর ২০২৩ সালের এক স্টাডি বলছে, ৯১% সফল উদ্যোক্তা তাদের সবচেয়ে বড় শেখা পেয়েছেন ব্যর্থতা, ভুল, আর বাস্তব সমস্যার ভেতর দিয়ে। Harvard Business Review বলছে, ৭৮% সফল উদ্যোক্তা তাদের প্রথম ব্যবসায় ফেইল করেছিলেন- তবুও তারা থামেননি। The Pursuit of Happyness সিনেমা দেখেছেন? Chris Gardner-এর গল্পটা pure struggle। কোথাও লেখা ছিল না, “কীভাবে পার্কের বাথরুমে ছেলেকে নিয়ে রাত কাটাতে হয়।” কিন্তু সেই real life struggle-ই তাকে বানিয়েছে inspiration. Nike-এর Phil Knight-এর “Shoe Dog” বইটা পড়েছেন? তিনি লিখেছেন, কতবার তার কোম্পানি almost বন্ধ হয়ে যাচ্ছিল, কতবার ব্যাংক লোন দিতে চাইত না, কতবার তিনি নিজেই ভেবেছেন, সব ছেড়ে দেবেন। কিন্তু এই “messy”, এই “real life trenches” এটাই ছিল তার আসল স্কুল। একটা honest কথা বলি- আপনি যতই “10 Steps to Success” পড়ুন, আসল শেখাটা আসবে যখন আপনি নিজে কিছু শুরু করবেন। When you get your hands dirty, When you make mistakes, When you feel lost and still keep going That’s where the real learning happens. আপনি হয়তো ভাবছেন, “আগে সব শিখে নিই, তারপর শুরু করব।” কিন্ত বাস্তবে: আপনি শিখতে শিখতে বুড়ো হয়ে যাবেন, কিন্তু শুরু করতে পারবেন না! Life doesn’t wait for you to finish your syllabus. So, আপনি যদি সত্যি চান নিজেকে বদলাতে, কিছু গড়তে, তাহলে কোর্স, বই, পডকাস্ট সব inspiration নিন, গাইডলাইন নিন, কিন্তু মাঠে নামুন। Start something. Make mistakes. Fix them. Repeat. একজন উদ্যোক্তা একদিন এসে বলল, “ভাই, কোর্স করলাম, বই পড়লাম, কিন্তু কিছুই হচ্ছে না!” আমি বললাম, “তুমি কি আসলেই শুরু করেছো?” সে চুপ করে থাকল। আমি বললাম, “শুরু করো। তুমি দেখবে, তোমার আসল শেখা তখনই শুরু হবে।” That’s the real deal, bro. Life is the best teacher ক্লাসে নোট নেয়া লাগে না, শুধু ঝাঁপ দিতে হয়। Ready to jump? Let’s go!
Richman
Basic 01
Posts: 1
Received: $0
Balance: $5.148
Referrals: 2
Jul 09th, 2025 at 17:05
Wow
Rajib123a
Free
Posts: 1
Jul 11th, 2025 at 18:57
Hmm nice 👍