Forum Bitofy   →   News and Information   →   Announcements   →   "ধৈর্যের শক্তি”

"ধৈর্যের শক্তি”

Started by SAYEED May 08th, 2025 at 00:06
bijoysutradhar999
Free
Posts: 1
Jun 11th, 2025 at 23:29
Raven wrote:

 

 

 

 

 

ধৈর্যের শক্তি

 

ছোট্ট একটা গ্রামে থাকত রাফি নামের এক ছেলে। সে খুবই অধৈর্য ছিল। কোন কিছুতেই বেশিক্ষণ অপেক্ষা করতে পারত না। গাছে আম ধরলেই তার লালসা হতো — পাকা না হোক, এখনই খেতে হবে!

 

একদিন তার দাদু তাকে একটি আম গাছের চারা দিলেন। বললেন, "এই গাছটা যত্ন করে বড় করো, দেখবে একদিন মিষ্টি আম পাবে।"

 

রাফি রোজ পানি দিত, ছায়া দিত, কিন্তু সপ্তাহ না যেতেই বিরক্ত হয়ে গেল। বলল, "এ গাছ তো ফলই দিচ্ছে না!"

 

দাদু হেসে বললেন, "যা তুই চাস, সেটা পেতে সময় লাগে। ধৈর্য ধর।"

 

রাফি অনেক কষ্টে অপেক্ষা করল। মাস পেরিয়ে বছর কেটে গেল। একদিন সকালে উঠে সে দেখে, তার গাছে ঝুলছে হলুদ রঙের পাকা আম!

 

সে দৌড়ে দাদুর কাছে গিয়ে বলল, "দাদু! আমি পারলাম! ধৈর্য ধরেছিলাম বলেই আজ এত মিষ্টি আম পেলাম!"

 

দাদু বললেন, "দেখলি তো, ধৈর্য শুধু গাছে ফলই দেয় না, মানুষের ভেতরেও শক্তি গড়ে তোলে।"

 

 

...